Registration Form

মাইডাস এসএমই মেলা

মেলার তারিখ

:

৩, ৪ ও ৫ই অক্টোবর ২০২৪ ইং

মেলার স্থান

:

মাইডাস সেন্টার, ১৩ তলা (লিফটের ১২), প্লট নং-০৫, সড়ক নং-১৬ (পুরাতন-২৭), ধানমন্ডি, ঢাকা-১২০৯

মেলার সময় 

:

সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত

স্টল ভাড়া 

:

স্টল প্রতি ৫০০০ টাকা (বিকাশ ৫১০০ টাকা)।

  • বিকাশ করার সময় অবশ্যই রেফারেন্স অপশনে গিয়ে আপনার প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে। 
  • আংশিক স্টল ভাড়া গ্রহণ করা হবে না।

রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ 

:

সেপ্টেম্বর ১৯, ২০২৪ ইং 

রেজিস্ট্রেশনের সময়

:

সকাল ৯টা থেকে বিকাল ৫টা (অফিস সময়)

যোগাযোগ 

:

নিপা মোনালিসা – ০১৭১৪০৩১৫৬০

বিকাশ নাম্বার 

:

০১৬৭৬৯৯৯২৬৯

জরুরি প্রয়োজনে

:

জনাব মোঃ ইব্রাহিম হোসেন, সহকারী মহাব্যবস্থাপক, মাইডাস

ফোন- ০১৭২৬০৭০৫০৫

নির্দেশনা ও শর্তাবলী

:

  • দেশীয় পণ্য উৎপাদনকারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়া হবে। 
  • স্টল বুকিং এর জন্য অফিস চলাকালীন সময়ে অফিসে এসে রেজিস্ট্রেশন ফর্ম অথবা অনলাইনে ফর্ম পূরণ করতে হবে।
  • রেজিস্ট্রেশন ফর্মের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
  • নির্বাচিত উদ্যোক্তাদের লটারির মাধ্যমে স্টল বরাদ্দ দেওয়া হবে। 
  • স্টল বুকিং করার পরে সুনির্দিষ্ট কারণ ব্যতীত স্টল ফি/টাকা ফেরত যোগ্য নয়।
  • মেলা চলাকালীন সময়ে সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে 

দ্রষ্টব্য

:

হোয়াটসঅ্যাপ গ্রুপে অপ্রয়োজনীয় কথা না লিখা এবং অফিস সময় (সকাল ৯টা থেকে বিকাল ৫টা) ব্যতীত  ফোন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

মাইডাস ওয়েবসাইট (https://midas.org.bd/registration-form-octobar-2024/) অথবা
QR code স্ক্যান করেও অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবেন।


QR Code:

qrcode

https://forms.gle/okccft83wZqHwsWY9

Creating-Economic-Opportunity-in-Bangladesh

মাইডাস

মাইডাস সেন্টার, ১২ তলা , প্লট নং-০৫, সড়ক নং-১৬ (পুরাতন-২৭), ধানমন্ডি, ঢাকা-১২০৯